যানজট নিরসনে টাঙ্গাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-25 05:57:10

টাঙ্গাইল শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। রোববার (১৯ মে) দুপুরে শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে এ অভিযান প‌রিচালনা ক‌রেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ও ম্যা‌জি‌স্ট্রেট আল মামুন।

শহ‌রের কুমুদিনী কলেজ গেট, সুপারি বাগান রোড ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক বিভাগ, টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‌নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, ‘জনসাধারণের দুর্ভোগ লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। এর আগে ওই এলাকাগু‌লো‌তে মাইকিং এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ৯০ ভাগ অবৈধ দখলকারীরা নি‌জেরাই তা‌দের স্থাপনা সরিয়ে নিয়েছে। এ উচ্ছেদ অভিযান আরও পাঁচদিন চলবে।’

এ সম্পর্কিত আরও খবর