পলাশবাড়ীতে লোডশেডিং থেকে মুক্তি চান উপজেলাবাসী

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-21 01:06:38

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘনঘন লোডশেডিং থেকে পরিত্রাণ চান উপজেলাবাসী। মাত্রাধিক লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার (২০ মে) মানববন্ধন করেছেন তারা।

বিকালে (২০ মে) পলাশবাড়ীর চৌমাথা মোড়ে ‘পরিবর্তন চাই’ শীর্ষক ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনার রশিদ সুমন, ‘পরিবর্তন চাই’ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক রাশেদুজ্জামান, স্বেচ্ছাসেবক সাকিবাল হাসান, শাকিল তালুকদার, রাজু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দেশে বর্তমানে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা ২০০৯ সালের চেয়ে চার গুণ বেশি। অথচ পলাশবাড়ী উপজেলার মানুষ সীমাহীন লোডশেডিংয়ের দুর্ভোগে পড়েছেন। দিনে ৫-৬ বার চলে এ লোডশেডিং। আমারা অনাকাঙ্ক্ষিত এই লোডশেডিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই ভোগান্তি থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর