নীলফামারীতে যুদ্ধাপরাধের মামলায় নুর আহমেদকে (৭৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২০ মে) দুপরে নীলফামারী শহরের বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়।
রাতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর হক বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নুর আহমেদ ফেনী জেলা সদরের উত্তর গোবিন্দপুর এলাকার মৃত সেকেন্দার সুফীর ছেলে। তিনি ফেনী থেকে ১৯৭৪ নীলফামারী চলে আসেন। এরপর শহরের সওদাগড় পাড়ায় বসবাস শুরু করেন। তিনি পেশায় ব্যবসায়ী।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘রাজাকার নুর মোহাম্মদ ওরফে নুর আহমদের বিরুদ্ধে সোমবার সকালে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারের নির্দেশ পাই। নির্দেশ মাফিক ডিবি পুলিশের অভিযানে তাকে বড় বাজার হতে গ্রেফতার করা করে ঢাকায় পাঠানো হয়েছে।’