পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। মঙ্গলবার (২১ মে) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বন থেকে লোকালয়ে প্রবেশ করে হরিণটি। পরে স্থানীয়দের তাড়া খেয়ে হরিণটি খালে পড়ে যায়। এ সময় হরিণটি উদ্ধার করে চরমোন্তাজ বন বিভাগে সোপর্দ করা হয়।
চরমোন্তাজ বনবিভাগের রেঞ্জ অফিসার অমিতাভ বসু জানান, চর কুকরি মুকরি থেকে হয়তো হরিণটি চরমন্তাজের লোকালয়ে চলে আসে। ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়। হরিণটিকে সোনারচরে ছেড়ে দেওয়া হবে।