নবীগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবরোধ

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-11 12:33:49

অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে পড়েছেন হবিগঞ্জের নবীগঞ্জবাসী। বার বার আন্দোলন করেও কোনো প্রতিকার পাননি তারা।

গত ১১ মে মহাসড়ক অবরোধ করেন উপজেলাবাসী। মঙ্গলবার (২১ মে) ফের অবরোধ কর্মসূচি পালন করে এবার সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।

দুপুরে শহরের নতুন বাজার মোড়ে ‘নবীগঞ্জের সর্বস্তরের জনগণ’ শীর্ষক ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করা হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা অবরোধে রাস্তার তিনপাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিগত ছয় বছর ধরে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণের অজুহাতে শুক্রবার ও শনিবার নবীগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এরমধ্যে পবিত্র রমজান মাসে ইফতার, তারাবির নামাজ ও সেহেরির সময় অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এতে মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সমস্যা সমাধানে সাত দিনের আল্টিমেটাম দেন আন্দোলকারীরা।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন আন্দোলনকারীদের দাবি মানার আশ্বাস দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর