লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জহির উদ্দিন মানিকের বিরুদ্ধে মো. মোস্তফা (৭০) নামে এক বৃদ্ধকে পেটানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্মাণ কাজ করার জন্য মোস্তফা তার বাড়িতে ইট এনে মজুদ করেন। আজ দুপুরের সময় জহিরের স্ত্রী রৌশন আক্তার এসে তার কাছে ২ হাজার ইট চান। তবে ইট দিতে অস্বীকৃতি জানালে জহির এসে মোস্তফাকে মারধর করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জহির চলে যান।
বৃদ্ধ মোস্তফা বলেন, ‘জহির আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী রৌশন স্থানীয় ইউপি সদস্য। জমি নিয়ে আমার সঙ্গে তাদের বিরোধ রয়েছে। জমি রেকর্ডের নামে তারা আমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে গেছে। তবে জমি রেকর্ড করে দেয়নি, টাকাও ফেরত দেয়নি। আবার আজকে ইট চাইতে আসে। ইট না দেওয়ায় জহির আমাকে মারধর করেছে। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মানিক বলেন, ‘আমার স্ত্রী মোস্তফার কাছে ১৭ হাজার টাকা পায়। টাকার পরিবর্তে তাকে দুই হাজার ইট দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। তবে তাকে মারধরের ঘটনা সত্য নয়।’