পাবনার ঈশ্ববদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক প্রকল্পে বালিশ দুর্নীতির ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রধান মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
পাবনার গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা বুধবার (২২ মে) দুপুরে এই তথ্য জানান। তিনি বলেন, গণপূর্তের প্রধান প্রকৌশলীর আদেশে পাবনার নির্বাহী প্রধান মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়।
কাী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তার উত্তরে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক প্রকল্পের ১১০টি ফ্ল্যাটের জন্য কেনা একটি বালিশের মূল্য প্রায় ছয় হাজার টাকা! তা ভবনে ওঠাতে খরচ ধরা হয় ৭৬০ টাকা! তাছাড়া প্রতিটি বিছানা কেনার জন্য পাঁচ হাজার ৯৮৬ টাকা লাগলেও তা ফ্ল্যাটে তোলার খরচ ৯৩১ টাকা। এভাবে টিভি, ফ্রিজ ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ, বৈদ্যুতিক চুলা ও কেটলি, রুম ইলেকট্রিক আয়রন ইত্যাদি আসবাবপত্র ক্রয় ও ফ্ল্যাটে ওঠানোর নামে লুটপাটে জড়িত থাকার দায়ে মাসুদুল আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়।