চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-30 21:39:47

চাঁপাইনবাবগঞ্জে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সদর উপজেলা, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল ও শিবগঞ্জে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া গোমস্তাপুর ও নাচোলে ধানেরও ক্ষতি হয়েছে বলেও সংশ্লিষ্ট এলাকার কৃষকরা জানিয়েছেন।

কানসাট এলাকার আম বাগান মালিক সুইট মোড়ল জানান, সন্ধ্যার পরে হঠাৎ করে কাল বৈশাখীর ঝড়ে তার বাগানের বেশ কিছু কাঁচা আম ঝরে পড়েছে।
তিনি আরও বলেন, ‘কয়েক বছরের তুলনায় আজকের ঝড়টি ছিল অত্যন্ত শক্তিশালী। ঝড়ে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝরে পড়া আম, ছবি: বার্তা২৪

 

একই কথা জানান, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের শিক্ষক রুহুল আইরন। তিনি বলেন, ‘ঝড়ের বাতাসে তীব্র বেগ থাকায় অধিকাংশ গাছের উপরের ডালে থাকা আম ঝরে পড়েছে। বিশেষ করে গুঁটি জাতের আম বেশি ঝড়ে পড়ে।

নাচোল এলাকার স্থানীয় সংবাদ কর্মী সাকিল রেজা জানান, সন্ধ্যায় বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে নাচোল এলাকার কয়েকটি ইউনিয়নে পাকা ধানের ক্ষতি হয়েছে। বিশেষ করে নাচোল ও মির্জাপুর ইউনিয়নের জমিতে থাকা পাকা ধান নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক জনাব মঞ্জুরুল হুদা বলেন, ‘ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আগামী কালের আগে বলা সম্ভব নয়। তবে কালবৈশাখী ঝড়ে আমের ক্ষতি হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরও খবর