গাইবান্ধার ঈদ বাজারে তরুণীদের প্রিয় পোশাক ‘ডিসপ্লে’

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-26 00:47:09

প্রতি বছরের ঈদ বাজারেই আসে নতুন ঘরানার পোশাক। নতুন পোশাকের সাথে থাকে পোশাকি নামও। সেই ধারাবাহিকতায় এ বছরে গাইবান্ধার ঈদ বাজারে উঠেছে ‘ডিসপ্লে’। যা ইতোমধ্যেই স্থানীয় তরুণীদের প্রিয় পোশাক হয়ে উঠেছে।

স্কুল-কলেজ পড়ুয়াসহ তরুণীদের মাঝে ডিসপ্লে জামা কেনার প্রবল আগ্রহ লক্ষ করা গেছে। ক্রেতাদের চাহিদা বুঝে দোকানিরাও ডিসপ্লে পোশাকের পসরা সাজিয়ে বসেছে মার্কেট জুড়ে।

ক্রেতা লিজা খাতুন বার্তা২৪.কমকে জানান, এবারে আমার প্রিয় পোশাক ডিসপ্লে জামা। মান ভেদে প্রতি সেট ডিসপ্লে জামা বিক্রি হচ্ছে ৩০০০-৪০০০ টাকায়।

গাইবান্ধা শহরের সালিমার সুপার মার্কেটের কোহিনুর বস্ত্র বিতানের স্বত্বাধিকারী আল-আমিন মিয়া জানান, তরুনীদের ডিসপ্লে জামাসহ কাতান, লিলেন, জামদানি, কটন, নেট, জর্জেট, শিফন, ম্যাক্স, থ্রিডি ও ডিজিটাল প্রিন্টার কাপড় পাওয়া যাচ্ছে ঈদ বাজারে।

চৌধুরী মার্কেটের অমিত ফ্যাশনের মালিক তৌহিদ জানান, কয়েকদিন আগে মার্কেটগুলোতে ক্রেতাদের তেমন ভিড় খেয়াল করা যায়নি। ফলে সব দোকানিদেরকে অলস সময় পার করতে হয়েছে। তবে রোজার শেষ সময়ে দম ফেলার সময়ও পাচ্ছেন না তারা।

পৌর সুপার মার্কেটের ফয়সাল ক্লোথ স্টোরের মালিক মাহমুদ জানান, এবারে ধানের দাম কম হওয়ার কারনে গত বছরের তুলনায় এবারে বেচাকেনা একটু কম হচ্ছে। তারপরও পনের রোজার পর থেকে বেচাকেনা বেশ অনেকটা বেড়ে গেছে।

শাপলা মার্কেটের হাসান বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মেহেদী হাসান জানালেন, এবার তরুনীদের ডিসপ্লে জামাসহ বিভিন্ন বুটিকসের থ্রিপিসের চাহিদা বেশি। পাশাপাশি বাহারি নামে রয়েছে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন সেলাইবিহীন থ্রিপিস কাপড়ের সমাহার। কারিশমা, সানাসাফিনাস, বোম্বাই বুটিকস, তাওয়াক্কেল বুটিকস, মুটিস, ক্রিসেন্টসহ এসব সেলাইবিহীন থ্রিপিসের মানভেদে মূল্য ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ক্রেতাদের নিরাপত্তার বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিনের সাথে যোগাযোগ করা হলে বার্তা২৪.কমকে তিনি জানান, গাইবান্ধা শহরের মার্কেটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর