মডেল মসজিদের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-28 00:25:03

সরকারের বিশেষ প্রকল্পের অংশ হিসাবে ময়মনসিংহের গৌরীপুরে ‘উপজেলা মডেল মসজিদ’ নির্মাণের দাবিতে পৃথক দু’টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) বাদ জুমা পৌর শহরে এলাকাবাসী ও মুসল্লিরা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

শহরের উত্তরবাজারে বায়তুল আমান জামে মসজিদের জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে ‘গৌরীপুরের সর্বস্তরের মুসল্লীগণ’ শীর্ষক ব্যানারে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম শামছুল হক, মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আবুল মনসুর, সাবেক সাধারণ সম্পাদক মহব্বত আলী চৌধুরী সবুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আব্দুল কাদির, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার প্রমুখ।

অপরদিকে গৌরীপুর সরকারি কলেজ জামে মসজিদের জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম শহীদ, মাওহা ইউনিয়ন পরিষদের আল-মাদরাসতুল নূরুল উলুমের মুহতামিম ফরিদ উদ্দিন, কালীপুর মসজিদুল আমানের খতিব শামছুল আলম ভুইয়া ওরফে হালিম হুযুর, সাবেক পৌর কমিশনার আব্দুল জলিল মুনশী, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক জিএস আলী আকবর আনিছ, সাবেক এজিএস ইলিয়াস উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল গৌরীপুর পৌর শহরের উত্তরবাজারে বায়তুল আমান জামে মসজিদের জায়গায় উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। কিন্তু পরবর্তীতে মডেল মসজিদ গৌরীপুর সরকারি কলেজ জামে মসজিদের জায়গায় নির্মাণের দাবি তোলা হয়। এ নিয়ে জটিলতা দেখা দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, মসজিদ নির্মাণের জটিলতার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জটিলতা নিরসনে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সম্পর্কিত আরও খবর