চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ শুক্রবার (২৪ মে) রাত সোয়া ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সমিতির জিএম’র বাসভবনের দক্ষিণ পাশে ১১ হাজার ভোল্টের HA2B7 নং খুঁটির ক্রস আরএম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়লে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এজিএম (ওএনএন) হাজী মো. মহসিন বলেন, ‘খুঁটির ক্রস আরএম থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ভয় পেয়েছিলাম যেহেতু খুঁটিতে কেমিক্যাল ছিল এবং ওই সময় প্রচুর বাতাসও ছিল। আগুনের স্থায়ীত্ব বেশীক্ষণ স্থায়ী হলে বড় ধরণের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।’
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণ করা না গেলে বড় ধরণের ক্ষতির আশংকা ছিল।’