রাজশাহী-খুলনা নতুন ট্রেন চালু হবে: রেলমন্ত্রী

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-25 10:30:58

আগামী দিনে রাজশাহী থেকে খুলনার দিকে আরেকটি নতুন ট্রেন চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (২৫ মে) দুপুরে নতুন আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’এর উদ্বোধনী যাত্রা ঢাকা যাওয়ার পথে ঠাকুরগাঁও রেল স্টেশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাজশাহী থেকে খুলনার দিকে ট্রেনের চাহিদা আছে। চেষ্টা করব এই রুটে একটি চালু করার। আশা করি সেটি কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে।‘

রেলমন্ত্রী বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চালুর ফলে আমাদের টিকিটের যে সমস্যা ছিল, সেটি আর হবে না। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষ এই নতুন ট্রেনের যাত্রী হয়ে নিরাপদে ও স্বল্প ভাড়ায় ঢাকায় আসা-যাওয়া করতে পারবে।’

নতুন আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস/ ছবি: সংগৃহীত

 

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী প্রতিটি সময় কিভাবে জনগণের ভালো করা যায়, তা চিন্তা করেন। তার ফলেই আজ আমরা আরেকটি নতুন ট্রেন পেলাম। যার ফলে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষের ঢাকা যাওয়া অনেক সুবিধা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম সহ জেলা-উপজেলা আ:লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরও খবর