আ.লীগ নেতা হত্যা: বান্দরবানে হরতাল রোববার

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান | 2023-08-26 19:25:58

বান্দরবানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে রোববার (২৬ মে) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় বান্দরবান শহরে হরতালের সমর্থনে মাইকিং করা হয়।

আওয়ামী লীগ নেতারা জানায়, গত বুধবার সদর উপজেলার কুহালং ইউনিয়নের উজিপাড়া খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে আওয়ামী লীগ পৌর শাখা কমিটির সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যা করা হয়। শনিবার বিকেলে অপহৃতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বান্দরবানে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর জানান, চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বান্দরবানে সকাল থেকে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালিত হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে রোববার অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর