‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শোষিতের গণতন্ত্র দরকার’

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-21 13:36:23

আসন্ন বাজেট নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির এক প্রস্তাবনায় বলা হয়, বঙ্গবন্ধুর দর্শন হল ক্ষুধামুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, আলোকিত মানুষ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ; বঙ্গবন্ধুর জীবন দর্শনের কেন্দ্রবিন্দু মানুষ এবং তিনিই শিখিয়ে গেছেন মুক্তি পেতে হলে প্রতিষ্ঠা করতে হবে ‘শোষিতের গণতন্ত্র’।

শনিবার (২৫ মে) বেলা দুপুর ১২টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য সৈয়দ মোশার্রফ আলী।

সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ড. মো. রেজাউল করিম। এ সময় রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১২ লাখ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করে অর্থনীতি সমিতি। এর মধ্যে রাজস্ব এক লাখ দুই হাজার ৫১০ কোটি টাকা, সরকারি বেসরকারি অংশিদারিত্ব এক লাখ কোটি টাকা, প্রবাসীদের রেমিট্যান্স থেকে ৬৪ হাজার কোটি টাকাসহ ভূমিকর, বৈদেশিক ঋনসহ আরও বেশকয়েকটি খাতকে আয়ের উৎস দেখানো হয়েছে। এই বাজেট ২০১৮-১৯ সালের তুলনায় দুই দশমিক ৬৭ গুণ বেশি।

প্রস্তাবনায় দুর্নীতি দমন ও শিক্ষা খাতের উন্নতিকে প্রধান্য দেওয়া হয়েছে। দুর্নীতি দমন খাতে পূর্বের তুলনায় ব্যয় ১৭ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে। এরপরই শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে মোট বাজেটের এক দশমিক ২৯ শতাংশ বরাদ্দ ছিল। অর্থনীতি সমিতির বাজেটে তা বাজেটের ৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় দুর্নীতি-দুর্বৃত্তায়নের কাঠামোতে আর্থ-সামাজিক উন্নয়ন কেন হচ্ছে, কতদূর হবে- সে বিষয়ে গবেষকরা অভিমত ব্যক্ত করেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, একই বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে ঢাকাসহ দেশের ২৬টি জেলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকার বাংলাদেশ অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।

এ সম্পর্কিত আরও খবর