আ.লীগ নেতা হত্যার প্রতিবাদে সন্তু লারমার কুশপুতুল দাহ

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বান্দরবান, বার্তা২৪.কম | 2023-08-18 10:22:42

বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মারমার হত্যাকারীদের ফাঁসির বিচারের দাবিতে আওয়ামী লীগের ডাকে অর্ধদিবস হরতাল কর্মসূচী পালিত হয়েছে। এসময় শহরের ট্রাফিক মোড়ে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার কুশপুত্তলিকা দাহ করা হয়।

রোববার (২৬ মে) ভোর থেকেই আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অপহরনের পর আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বান্দরবান সদরসহ সাতটি উপজেলায় অর্ধদিবস হরতাল কর্মসূচী সফল করতে রাজপথে অবস্থান নেয়।

হরতালের সমর্থনে বিক্ষিপ্ত ভাবে খণ্ড খণ্ড মিছিল করেছে। রাস্তায় গাছের গুঁড়ি এবং সাইনবোর্ড ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এদিকে হরতালের কারণে বান্দরবান-রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম-ঢাকা’সহ অভ্যন্তরীণ সবগুলো রুটে সকাল ছয়টা থেকে দুপুর বারোটায় পর্যন্ত সবধরণের যানবাহন চলাচল বন্ধ ছিলো। হরতাল চলাকালে শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। হাট-বাজারগুলোতে খোলেনি কোন ধরনের দোকানপাট।

দুপুরে শহরের ট্রাফিক মোড়ে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার কুশপুত্তলিকা বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বারোটার পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপুর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরের শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাস, যুবলীগের আহবায়ক মোহাম্মদ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনী সুশীল প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর