পশ্চিম সুন্দরবনের গহিনে অভয়ারণ্য এলাকায় বিনা অনুমতিতে মাছ ধরা সময় ৫০০ বড়শিসহ পাঁচ জেলেকে আটক করেছে সাতক্ষীরা স্মার্ট পেট্রোল টিম-২। টিম লিডার ফরেস্টার মো. নাসিরউদ্দীনের নেতৃত্বে সোমবার (২৭ মে) সকালে সুন্দরবনের পুষ্পকাটি সংলগ্ন মাইটার খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন- বাগেরহাটের মংলা থানার কানাইনগর গ্রামে মৃত তোফেল বেপারীর ছেলে জাফর বেপারী, মৃত সেকেন্দার বেপারীর ছেলে সাঈদ বেপারী, জাহিদ বেপারীর ছেলে ইকবাল বেপারী, গুল বেপারীর ছেলে খলিল বেপারী এবং রামপাল থানার গাব্বুনিয়া গ্রামের মৃত চাঁন মিয়া বেপারীর ছেলে তাহিদ বেপারী।
নাসিরউদ্দীন জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে একটি ট্রলার ও ৫০০ বড়শিসহ পাঁচ জেলেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।