মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার ভেতর থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি সাড়ে ৬ ফুট লম্বা।
ওই বাসার লোকজন জানায়, তারা ঘরের ভেতরে সাপটিকে দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। পরে ওই প্রতিষ্ঠানের পরিচালক সজল দেব এসে সাপটি উদ্ধার করে।
সজল দেব জানান, সাপটি পুরোপুরি সুস্থ আছে। আগামী ৫ জুন লাউয়াছড়া বনে সাপটি অবমুক্ত করা হবে।