হবিগঞ্জে চালককে হত্যা করে টমটম অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ মে) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত টমটম অটোরিকশাচালকের নাম সাবাজ মিয়া (২৫)। তিনি হবিগঞ্জ শহরের অনুয়ারপুর এলাকার মাতাব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, একদল ছিনতাইকারী যাত্রীবেশে সোমবার রাত সাড়ে ১২টার দিকে আনোয়ারপুর এলাকায় থেকে সাবাজ মিয়াকে শায়েস্তাগঞ্জ যাওয়ার জন্য ভাড়া করেন। ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা টমটম নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ওই সড়ক দিয়ে টহলরত একদল পুলিশ বিষয়টি জানতে পেরে এক যুবককে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
ছিনতাইকারীদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান জানান, পুলিশ তিনজনকে আটক করেছে। মূলত টমটম অটোরিকশা ছিনতাইয়ের জন্য তারা চালককে হত্যার করেছে বলে স্বীকার করেছে।