মোবাইলে কথা বলছিলেন চালক, বাস ঢুকে পড়ল দোকানে

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-27 23:09:11

গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় বাসের ৩ যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকান ঘর ভেঙে কয়েক লাখ টাকার ক্ষতি হয়।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- দুলাল মিয়া (৪০), ফসির উদ্দিন (৭০), লিটন (২২), মাহাবুল (৩৬)। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার শিকার ওই বাসের যাত্রী শহিদুল ইসলাম জানান, রংপুর থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা আসছিল। পথে গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছালে ওই বাসের চালকের মোবাইলে একটি ফোন আসে। এরপর কথা বলতে বলতে বাসটি চালাচ্ছিলেন চালক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান ঘরে ঢুকে পড়ে বাসটি। এতে বাসের তিনযাত্রীসহ আরও এক পথচারী আহত হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর