ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধামরাইয়ে আটক ৪

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-27 06:12:57

 

ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২৮ মে) ভোর রাতে সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমার বাড়ির সামনে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মো. মনির হোসেন (৩৩), একই ইউনিয়নের কেষ্টিনওগাঁও গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে মো. জুলহাস (২৭), নওগাঁও গ্রামের মৃত খবিরউদ্দিনের ছেলে মো. মতিয়ার রহামন (৩০) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাইচান গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. মকবুল হোসেন (৩২)।

পুলিশ জানায়, ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিত এ চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে সুতিপাড়া সাবেক ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমার বাড়ির সামনের সড়কে চক্রটির ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে এলাকাবাসীর খবরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। এদের মধ্যে মকবুল হোসেন শিল্প পুলিশের এ এস আই থাকা অবস্থায় চাকরিচ্যুত হন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বার্তা২৪.কম-কে বলেন, 'ডাকাতির প্রস্তুতিকালে আটক চার ব্যক্তি বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল। চক্রটির সাথে জড়িত বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।'

এ ঘটনায় ধামরাই থানায় একটি ডাকাতি মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর