গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজারে মেসার্স সিধু মিষ্টান্ন ভাণ্ডার এ অভিযান চালিয়ে মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা পায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
এছাড়া ওই দোকানে মিষ্টি তৈরিতে হাইড্রোজ, সোডাও ব্যবহার করারও প্রমাণ পাওয়া যায়।
বৃহস্পতিবার (৩০ মে) বাজার অভিযান পরিচালনাকালে এমন অবস্থা দেখা যায়। ওই মিষ্টির দোকানকে এ কারণে গোপালগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান ৪ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া এদিন মেসার্স সোনিয়া স্টোর-এ মেয়াদোত্তীর্ণ পণ্য, নোংরা অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ধূলা বালি ও পরিবেশে খোলা অবস্থায় পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স সন্তোষ স্টোরকে মূল্য তালিকা না রাখার জন্য ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।