দেশি জুতায় বিদেশি ট্যাগ বসানোর দায়ে জরিমানা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-24 20:12:02

দেশে তৈরি জুতা, স্যান্ডেল ও ব্যাগসহ বিভিন্ন পণ্যের মধ্যে বিদেশি ট্যাগ বসিয়ে বিক্রির দায়ে মানিকগঞ্জে আরিফ গ্যালারী নামের এক জুতা বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ভোক্তাদের সাথে প্রতারণা করে পণ্য বিক্রি করার দায়ে মানিকগঞ্জ শহরের আরিফ গ্যালারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বার্তা২৪.কম-কে জানান, দেশে তৈরি জুতা, স্যান্ডেল ও ব্যাগসহ বিভিন্ন পণ্যের মধ্যে চায়না ও থাইল্যান্ডের ট্যাগ বসিয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছে আরিফ গ্যালারী নামে জুতা বিক্রির ঐ প্রতিষ্ঠান। ক্রেতাদের সাথে প্রতারণা করে পণ্য বিক্রির দায়ে ঐ প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকার রাইজিং স্পিনিং মিলের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে ক্যান্টিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর