সাতক্ষীরায় বাস কাউন্টার মনিটরিংয়ে বিআরটিএ

সাতক্ষীরা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2023-08-31 19:33:22

আসন্ন ঈদ উপলক্ষে পরিবহন টিকিটে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিন তা মনিটরিংয়ে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ। এর আওতায় সাতক্ষীর থেকে ঢাকাগামী সকল পরিবহন কাউন্টারে নজরদারি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টারে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় ঈদুল ফিতর উদযাপনের উপলক্ষে নির্বিঘ্নে ও নিরাপদভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আলোকে গত মঙ্গলবার (২৮ মে) জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) এক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে যৌথ উদ্যোগে পরিবহন কাউন্টারগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, মোটরযান পরিদর্শক মো. নাসিরুল আরিফিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা মনিটারিং করে। পাশাপাশি পরিবহন কাউন্টারের দায়িত্বরত মালিক ও ম্যানেজারদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর