উখিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-25 23:04:34

জমি নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দু’পক্ষের সংঘর্ষে আব্দুস সালাম (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পালংখালীর তেলখোলার হাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। তিনি পালংখালীর ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এনজিও মুক্তিকে দেওয়া একটি সড়কের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ছয়জন। সেখান থেকে উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত আব্দুস সালাম।

রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার বার্তা ২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

এ সম্পর্কিত আরও খবর