ঈদের আগেই দুস্থদের ঘরে পৌঁছাবে ২৪৯০ টন চাল

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-29 18:24:51

আসন্ন ঈদ-উল-ফিতরে গাইবান্ধার ৪টি পৌরসভাসহ ৮২ ইউনিয়নের অসহায় দুস্থ পরিবারের মাঝে ২ হাজার ৪৯০ টন চাল বিতরণ করা হচ্ছে। এক লাখ ৬৫ হাজার ৯৭০ জন মানুষ এ সুবিধা পাবেন।

ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের আওতায় এসব চাল ইতোমধ্যে বিতরণ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার ৭টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৭৫২ জন, সাদুল্লাপুরে ১৫ হাজার ৭৬২ জন, পলাশবাড়ীতে ১৩ হাজার ৭৩ জন, গোবিন্দগঞ্জে ২৮ হাজার ২২২ জন, সুন্দরগঞ্জে ২৮ হাজার ৮৯৯ জন, সাঘাটায় ১৫ হাজার ১৬০ জন ও ফুলছড়ি উপজেলায় ২৭ হাজার ২০৯ জন দুস্থ ১৫ কেজি করে চাল পাবেন।

এছাড়া গাইবান্ধা পৌরসভা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জে ৩ হাজার ৮১টি ও পলাশবাড়ী পৌরসভায় ১৫৪০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাহেদুল বার্তা২৪.কমকে জানান, ঈদ-উল-ফিতরে দুস্থদের পরিবারে যেন খাবারের অভাব না থাকে সেই লক্ষ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, দুস্থদের মধ্যে চাল বিতরণ করার জন্য প্রতিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর