নুসরাতের পরিবারকে পুলিশ সুপারের ঈদ-উপহার

ফেনী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2023-09-01 00:40:02

আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারকে ঈদ-উপহার দিয়েছেন ফেনীর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

তার পক্ষ থেকে শনিবার (১ জুন) বিকালে নুসরাতের পরিবারের সদস্যদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ।

এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন নুসরাতের বড় ভাই ও নুসরাত হত্যা মামলার বাদী মাহমুদ হাসান নোমান। সার্বিক নিরাপত্তা প্রদান ও নুসরাত হত্যাকাণ্ডে ন্যায় বিচার পেতে সহযোগিতা করায় পুলিশ সুপার, ওসি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নামে থানায় অভিযোগ করা হয়। পরে পুলিশ মাদরাসা অধ্যক্ষকে আটক করে। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগিরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় নুসরাত জাহান রাফি।

আরও পড়ুন: নুসরাতের পরিবারের পাশে থাকব: ফেনীর পুলিশ সুপার

এ সম্পর্কিত আরও খবর