মাইকিং করে বাজারে হামলা, ভাঙচুর-লুটপাট

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-30 12:33:05

মাছ বিক্রির পাওনা টাকাকে কেন্দ্র করে এলাকায় মাইকিং করে স্থানীয় বাজারের দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১ জুন) দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার ডেউডুকুন বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাজারের প্রায় ২৫টির বেশি দোকানপাট ভাঙচুর করে টাকা-পয়সা ও মালামাল লুট করে হামলাকারীরা।

স্থানীয়রা জানায়, মাছ বিক্রির টাকা পাওনার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (৩১ মে) বিকেলে বাজারের ব্যবসায়ী মনজুরুলের সঙ্গে সদর উপজেলার কে গাতী গ্রামের মাছ ব্যবসায়ী কমল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে (১ জুন) দুপুরে মাছ ব্যবসায়ীদের পক্ষে সদরের কে গাতী ইউপি মেম্বার মানিক মিয়ার নেতৃত্বে গ্রামে মাইকিং করে বাজারে হামলা চালানো হয়।

এ সময় শাহিন, সাফায়েতসহ ৪ জন ব্যবসায়ী আহত হন। এদের মধ্যে তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত অপরজন বিরিশিরি ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা শাহিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর