বগুড়ায় ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-27 14:50:04

যাত্রী হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে বগুড়া থেকে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। শনিবার (১ জুন) সন্ধ্যার পর থেকে বগুড়া শহরের বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে ঈদের পর কর্মস্থলে ফিরে যাওয়ার টিকিট নিতে গিয়ে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের।

দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভোক্তা অধিকার আইন অনুযায়ী কাউন্টারগুলোতে যাত্রী সেবার মূল্য তালিকা না ঝোলানো এবং অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত চারটি কোচ কাউন্টারের কর্মচারীদের আটক করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত শাহ ফতেহ আলী পরিবহনকে ৩০ হাজার, হানিফ পরিবহনকে ২০ হাজার, শ্যামলী পরিবহনকে ১০ হাজার এবং মানিক পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে; আটককৃতদের মুক্তি দেয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে বাস মালিকরা সন্ধ্যার পর থেকে কাউন্টারগুলো বন্ধ করে দেয়।

হানিফ পরিবহনের ম্যানেজার হেলাল উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, পরিবহন মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাউন্টার বন্ধ রাখা হয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তা২৪.কমকে জানান, বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে।

এ সম্পর্কিত আরও খবর