বাক প্রতিবন্ধী আনিকা ফিরতে চায় পরিবারে

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-09-01 17:56:24

কথা বলতে না পারলেও কাগজে নাম লিখতে পারে। তবে আর কিছু লিখেতে পারে না। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় তাকে ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে তাকে পাওয়া যায়।

এরআগে বাক প্রতিবন্ধী আনিকাকে (১৪) অটোরিকশার এক চালক ওই বাজারে নামিয়ে দিয়ে যান বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। পরে ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতে মেয়েটিকে ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, ‘মেয়েটি শুধু তার নাম লিখতে পারে। এছাড়া তার সঙ্গে একটি ভ্যানিটি ব্যাগ রয়েছে। মেয়েটি হিন্দু পরিবারের সন্তান। সম্ভবত মেয়েটি কথা বলতে না পারায় অজ্ঞাত অটোরিকশা চালক তাকে ফলদা বাজারে নামিয়ে দিয়ে গেছে। পরিচয় বের করার জন্য পাশ্ববর্তী গোপালপুর থানাসহ টাঙ্গাইল পুলিশ সুপার অফিসে তার ছবি পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া মেয়েটিকে নিয়ে ফলদা বাজারসহ বিভিন্ন জায়গায় তার পরিচয় জানার জন্য যাওয়া হচ্ছে। এরপরও যদি মেয়েটির পরিবারের কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর