আঞ্চলিক অনলাইন সংবাদ মাধ্যম কিশোরগঞ্জনিউজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেছেন, ‘অচিরেই সমগ্র মিডিয়া থাকবে অনলাইনের দখলে। এই যুগান্তকারী অগ্রগতির জন্য বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের ভূমিকা পথিকৃতের মতো উজ্জ্বল। তার প্রদর্শিত পথে দেশের সর্বত্র অনলাইন সাংবাদিকতা বৈপ্লবিক গতিতে এগিয়ে চলেছে।’
বক্তারা বলেন, ‘২০০৪ সালে দেশের প্রথম অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ২৪.কম প্রতিষ্ঠা করে আলমগীর হোসেন বাংলাদেশের মিডিয়া ও সাংবাদিকতায় অনলাইন যুগের সূচনা করেন। ২০১০ সালে তিনি আরও বড় পরিসরে প্রতিষ্ঠা করেন বাংলানিউজ২৪.কম। ২০১৮ সালে আরেক ধাপ এগিয়ে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজপোর্টালের ধাপ পেরিয়ে অনলাইন-মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আরেকটি নতুন ইতিহাস নির্মাণ করেন। তার কাছে বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা ঋণী।’
শনিবার (১ জুন) রাতে ‘কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা’ হিসেবে পরিচিত কিশোরগঞ্জনিউজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও মিলনমেলায় সভাপতিত্ব করেন বার্তা২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
কিশোরগঞ্জনিউজের প্রতিষ্ঠাতা-প্রধান সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সমকাল প্রতিনিধি সাইফূল হক মোল্লা দুলু, নিউন্যাশন প্রতিনিধি আলম সারোয়ার টিটু, সাংবাদিক-মানবাধিকার সংগঠক আহমাদ ফরিদ, লেখক ডা. ফারুক আহমেদ, ঈশা খাঁ ইন্টারন্যাশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. বদরুল হুদা সোহেল, লেখক-সাংবাদিক আল আমিন, দৈনিক আমার বাংলাদেশ সম্পাদক সুলতান রায়হান ভূঁইয়া রিপন, আমাদের জন্মভূমি কিশোরগঞ্জের দীন ইসলাম প্রমুখ।
২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশের অনলাইন সাংবাদিকতা’ বিষয়ক একটি জাতীয় সেমিনারে অংশ নেওয়ার স্মৃতিচারণ করে প্রধান অতিথি ও সভাপতি বলেন, ‘বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার জনক-পথিকৃৎ হিসেবে আলমগীর হোসেনকে সর্ব সম্মতভাবে স্বীকৃতি জানানোর পাশাপাশি বিশেষজ্ঞরা দেশে অনলাইন-মাল্টিমিডিয়া পোর্টাল সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত করেছিলেন, আমরাও তার সঙ্গে একমত হয়েছিলাম। আজ কিশোরগঞ্জের মতো জেলা শহরেও অনলাইন নিউজপোর্টালের বিকাশ সে আশাবাদের সত্যতা প্রমাণ করে।’
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘অনলাইন সাংবাদিকতার ধারাবাহিকতায় প্রতিশ্রুতিশীল সাংবাদিক আশরাফুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জনিউজ আঞ্চলিক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করছে। প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ কিশোরগঞ্জের সমস্যা ও সম্ভাবনা কৃতিত্বের সঙ্গে তুলে ধরে কিশোরগঞ্জনিউজ বৃহত্তর জেলা ও জেলাবাসীর মুখপত্রে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
আলোচনা ছাড়াও কিশোরগঞ্জনিউজের প্রতিনিধি সভা, মতবিনিময়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পোর্টালে গৌরাঙ্গ বাজারস্থ কার্যালয়ে। পরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মাধ্যমে তৃতীয় বর্ষে পদার্পণের শুভক্ষণকে স্মরণীয় করে রাখা হয়।