সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে ৯ জন নিহত

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2023-08-29 03:01:41

সিরাজগঞ্জের উল্লাপাড়া বোয়ালিয়া বাজার এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ৯ জন জন নিহত হয়েছেন।

রোববার (২ জুন) দুপুর ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুর ১ টার দিকে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও ১ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয়দের দাবি, নিহতদের সবাই লেগুনার যাত্রী। সিরাজগঞ্জে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কেনাগাতী গ্রামের আব্দুল করিমের ছেলে হাফিজুল ইসলাম (৩২), উল্লাপাড়া উপজেলার কৃষ্ঠপুর গ্রামের সবুজ (৩০) ও পাগলা বয়লা এলাকার রেজাউল (৩৫)। বাকি আহত ও নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সাবেক কাউন্সিলর দুলাল বলেন, 'উল্লাপড়া উপজেলার বোয়ালিয়া বাজারের অদুরে বড়ব্রিজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে চাপা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।'

সিরাজগঞ্জ জেলা পুলিশের উপ-পরিদর্শক সুকমল জানান, ঘটনাস্থলে আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর একজন মারা যায়।

 

এ সম্পর্কিত আরও খবর