টেকনাফে গুলি বিনিময়, ২৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-09-01 16:50:40

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর কিনারায় বিজিবি ও ইয়াবা পাচারকারীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় একটি নৌকা থেকে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ২৮ কোটি ৮৬ লাখ টাকা।

রোববার (২ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবি সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান।

তিনি জানান, শনিবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকার নাফ নদী দিয়ে আসছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় বিজিবি। পরে বিজিবির অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা পাচারকারীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারীরা নাফ নদী দিয়ে পালিয়ে যায়। এরপর একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৮ কোটি ৮৬ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর