কেন্দুয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-09-01 04:46:50

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন।

রোববার (২ জুন) দুপুরে উপজেলার মোজাফরপুর মড়লপাড়া গ্রামের দু’পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রোকন মিয়া (৪৫), রোকেল মিয়া (৩০), আব্দুল কাইয়ুম (১৯), সাকিল মিয়া (২২), এমরান মিয়া (৩০), আব্দুল গণি (৬০), সুরুজ মিয়া (৬২), সুলতান মিয়া (৩০), আব্দুর রশিদ (৫৫), ইসলাম উদ্দিন (৩৬), মোকাররম মিয়া (২৫) ও আবু সাত্তারকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাফরপুর মড়লপাড়া গ্রামের আবু সালেক ও খোকন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় উভয়পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর