সন্তানের ঈদের পোশাক কেনা হলো না বাবার

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-26 19:48:29

টানা চারদিন ভবন নির্মাণের কাজ করছে ফারুক হোসেন (৩২)। রোববার (২ জুন) কাজ শেষে শ্রমের মজুরি পেয়ে একমাত্র সন্তানের জন্য ঈদের পোশাক কেনার কথা। সেই পোশাক আর কেনা হলো না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইঁয়া একাডেমির একটি ভবন নির্মাণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফারুক শাহরাস্তি উপজেলার দেবীপুর খন্দকার বাড়ির মুসলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ইসমাইল হোসেন বার্তা২৪.কমকে জানান, রামচন্দ্রপুর ভুইঁয়া একাডেমি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। ওই মুহূর্তে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলে পড়ে ফারুক। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুকের স্ত্রী হালিমা বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘আমার দুই বছরের ছেলে ফাহাদকে ঈদের পোশাক কিনে দেওয়ার কথা। আজ কাজ শেষে টাকা পেলে ঈদের বাজার করতো। আমার আর কেউ নাই।’

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ বলেন, ‘মৃত ফারুকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর