কোটা আন্দোলনের নেতা রাশেদকে লাঞ্ছিত করার অভিযোগ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ | 2023-08-29 21:35:34

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (৩ জুন) বিকেলে শহরের জেএফসি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে রাশেদ অভিযোগ করেন, সোমবার বিকেলে শহরের জেএফসি রেস্টুরেন্টে অন্যদের সঙ্গে বসে ছিলেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করে। তারা তাকে টানতে টানতে সদর থানায় নিয়ে যায়। সেখান থেকে পুলিশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমি বাড়ি থাকতে চেয়েছিলাম। কিন্তু নিরাপত্তার কারণে থাকা সম্ভব হচ্ছে না। রাতেই ঢাকা চলে যাব বলে সিন্ধান্ত নিয়েছি।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বার্তা২৪.কমকে বলেন, ‘রাশেদ থানায় নিজেই এসে বলেন, স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তার কথাকাটা কাটি হয়। পরে পুলিশ হেফাজতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর