পঞ্চগড়ে ১০৩ বস্তা ভিজিএফ চাল জব্দ

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-16 07:29:05

পঞ্চগড়ের সদর উপজেলায় সরকার কতৃক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০৩ বস্তা চাল জব্দ করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (৩ জুন) বিকালে হাড়িভাসা ইউনিয়নের বাজারের গুদাম ঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাড়িভাসা ইউনিয়নের প্রায় ৫ হাজার ৭৮৮টি গরীব অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১৫কেজি করে চাল বরাদ্দ আসে। কিন্তু এ চাল গরীবদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ না করে তা ভ্যানে বহন করে গুদামে পাচার করা হচ্ছিল।

বিষয়টি স্থানীয় সাংবাদিকরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে। তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম ঘটনাস্থলে যান এবং ১০৩ বস্তা ভিজিএফ চাল জব্দ করেন। এ সময় গুদাম ঘরটি সিলগালা করে চাল বিতরণ স্থগিত করেন।

ভিজিএফ চাল পাচার করা ভ্যান চালক জবেদ আলী বার্তা২৪.কমকে বলেন, ‘হাড়িভাসা ইউনিয়ন পরিষদ থেকে চালের বস্তাগুলো মোশাররফ হোসেন আমাকে গুদামঘরে নিয়ে আসতে বলছে।’

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘চাল আমার ইউনিয়ন পরিষদে ধরা পড়ছে। তবে কিভাবে ভিজিএফ’র চাল গুদামে গেল তা আমি জানি না।’

চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বার্তা২৪.কমকে বলেন, ‘ভিজিএফ’র ১০৩ বস্তা চাল হাড়িভাসা ইউনিয়ন পরিষদের একটি গুদাম থেকে জনসম্মুখে জব্দ করে গুদামঘর সিলগালা করেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর