লাঙ্গলবন্দ সেতুতে যান চলাচল বন্ধ

, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:53:26

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর মেরামত কাজ শুরু হওয়ায় বুধবার (৫ জুন) রাত ৮টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা  আবু নাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টা নাগাদ মেরামত কাজ শেষ হলে লাঙ্গলবন্দ সেতু আবার যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

আবু নাসের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি স্থানে (১৭তম কিলোমিটারে) অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর জরুরি মেরামত কাজ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শেষ হবে বলে আশা করছেন প্রকৌশলীগণ।

জরুরি মেরামতকালে হালকা ও ভারী যানবাহনের চলাচলের জন্য বিকল্প রুটে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, হালকা যানবাহনগুলোকে ঢাকা থেকে কাঁচপুর সেতু দিয়ে মদনপুর বাসস্ট্যান্ড থেকে নবীগঞ্জ চৌরাস্তা হয়ে কাইকারটেক দিয়ে চট্টগ্রাম যেতে হবে।

আর ভারী যানবাহনের জন্য ঢাকা থেকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী হয়ে ভৈরব সেতু দিয়ে সরাইল বিশ্বরোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে দেবীদ্বার ও কুমিল্লা হয়ে চট্টগ্রাম যেতে হবে।

এ সম্পর্কিত আরও খবর