বগুড়ায় ঈদের দিন সন্ধ্যায় পিকআপ চাপায় আহতদের মধ্যে কাশেম আলী (৪২) নামের একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত কাশেম আলী নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট সড়ক পাড়া গ্রামের বাসিন্দা।
ঈদের দিন বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দার হাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কাশেম আলী তার ভ্যান গাড়িতে তিনজন যাত্রী উঠিয়ে আরও যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে পথচারী, ভ্যান চালক ও যাত্রীসহ ৬ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কাশেম আলী মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় এমদাদ হোসেন নামের একজনকে ঢাকায় পাঠানো হয়।
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ ভ্যানচালক কাশেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বার্তা২৪.কমকে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপসহ এর চালক শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।