জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবি মানে হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক’ দেয়ার জবাবে নোয়াখালীতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এ কথা বলেন।
শুক্রবার দুপুরে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন- ‘কালকে ড. কামাল হোসেন সাহেবের বক্তৃতা শুনছিলাম। উনি নাকি এই বছরই গণতন্ত্র উদ্ধার করে দেবেন। আর দুই নম্বর হচ্ছে- এ বছরই উনি দুর্নীতিবাজ, আগুন, সন্ত্রাসী, জঙ্গি, রাজাকার ও জামায়াতের ঘনিষ্ঠ রক্ষক এবং মিত্র খালেদা জিয়ার মুক্তি অর্জন করবেন।’
‘ড. কামাল হোসেন সাহেবের বক্তব্যের জবাবে আমি বলবো খালেদার মুক্তি দাবিতে যারা সোচ্চার, খালেদার মুক্তি দাবি যারা করেন, তারা কার্যত বাংলাদেশে রাজাকার, জামায়াত, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসনের প্রকল্প চালু করতে চান। আর গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত করছেন। রাজাকার জঙ্গি জামায়াতের ঘনিষ্ঠ মিত্র এবং রক্ষক বিএনপি, খালেদা এবং তারেকের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না, গণতন্ত্রের কবর রচনা হয়।
ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য এ দেশের উকিল, মোক্তার এবং কতিপয় নামকরা ব্যারিস্টার সাহেবরা তারা প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্যে আন্দোলনের হুমকি দেন। আমি পরামর্শ দেবো আদালতে বারান্দায় লড়াই করেন। দুর্নীতিবাজের পক্ষে ওকালতি করবেন না। এতে গণতান্ত্রিক রাজনীতি দূষিত হয়। সুতরাং এই দূষণ থেকে গণতান্ত্রিক রাজনীতিকে রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন মহাজোটের ছাতা ব্যবহার করে দলবাজি করে শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করবেন, মহাজোট সরকারকে বেকায়দায় ফেলবেন তারা বোকার স্বর্গে বাস করছেন।’