পটুয়াখালী সদর উপজেলার নবগঠিত ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন রুবেল আহমেদ রুবেল মোল্লা। তিনি স্থানীয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।
শুক্রবার (৭ জুন) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় রুবেল আহমেদ রুবেল মোল্লাকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মৃধা।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জুলাই মনোনয়নপত্র দাখিল এবং ১১ জুলাই এই ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।