গরু ফসল নষ্ট করায় সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-11 09:52:40

গরু জমির ফসল নষ্ট করার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে ফুল মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ জুন) বিকালে জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত ফুল মিয়া আতোকুড়া গ্রামের হাছন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু দিন পূর্বে ফুল মিয়ার ভাইয়ের জমিতে একই গ্রামের আক্কাস মিয়ার একটি গরু ঘাস খেতে যায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কবির্তক হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মামুনের মধ্যস্থাতায় ঈদের পরে বিচার শালিস বসাতে রাজি হয়। শুক্রবার বিকাল ৪টার সময় উভয় পক্ষকে নিয়ে চেয়ারম্যানের অফিসে বিষয়টি মিমাংসা করার জন্য বসেন চেয়ারম্যানসহ এলাকাবাসীরা।  সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আবারো দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ফুল মিয়া বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এত ফুল মিয়া ঘটনাস্থলে নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর