বাসে আগুনের ভুয়া খবরে ফায়ার সার্ভিসের হয়রা‌নি

টাঙ্গাইল, দেশের খবর

ডি‌স্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-11 10:00:39

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর উপর শ্যামলী প‌রিবহনের যাত্রীবা‌হী এক‌টি বাসে আগুন লেগেছে, অজ্ঞাত এক ব্য‌ক্তি ৯৯৯ নম্বরে ফোন করে এমন খবর জানালে ভুঞাপুর ফায়ার সা‌র্ভিস সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়‌নি।

ভুঞাপুর ফায়ার সা‌র্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু্ সেতুর উপর শ্যামলী পরিবহনের একটি গা‌ড়িতে আগুন লেগেছে এমন সংবাদ দেন অজ্ঞাত এক ব্যক্তি। ০১৭৩৫৬৩৭৭৯৪ নম্বর থেকে ফোন ৯৯৯ নম্বরে ফোন কলটি আসে। ওই খবরের প্রেক্ষিতে ভুঞাপুর ফায়ার সা‌র্ভিসকে অব‌হিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়। কিন্তু সেখা‌নে গিয়ে আগুনের কোনো ঘটনা তারা পায়‌নি।

অন্যদিকে ফায়ার সা‌র্ভিসের গা‌ড়ি সেতুর উপর যেতে চাইলে বাধা দেন সেতুর টোল আদায়ে নিয়ো‌জিত কর্মকর্তা। সেতু কর্তৃপক্ষের দাবি ফায়ার সা‌র্ভিসের গা‌ড়ি হলেও সেতুতে টোল দিয়ে যেতে হবে। এতে সেতুর টোলপ্লাজা এলাকায় টোল নিয়ে ফায়ার সা‌র্ভিসের কর্মী ও টোল অপারেটরদের সঙ্গে বাগ‌বিতণ্ডা হয়।

ভুঞাপুর ফায়ার সা‌র্ভিসের ফায়ারম্যান ফেরদৌস মিয়া বার্তা ২৪.কমকে বলেন, সেতুর উপর বাসে আগুন লাগার ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার ফাইটাররা। সেতুর উপর উঠতে গেলে টোল ছাড়া ফায়ার সা‌র্ভিসের গা‌ড়ি যেতে দেওয়া হয়‌নি। এমন‌কি সেতুর উপর আগুন লাগার বিষয়‌টি তাদের জানালে কোনো কর্ণপাত করে‌ননি টোল কর্তৃপক্ষ। আমাদের গা‌ড়ি আট‌কিয়ে টোলের এক‌টি গা‌ড়ি সেতুতে ঘু‌রে এসে খবর দেয় কোনো বাসে আগুন লাগে‌নি। ততক্ষণ ফায়ার সা‌র্ভিসের গা‌ড়ি সেতু এলাকায় ছিলো।

৯৯৯ নম্বরে ফোন করা সেই মোবাইল নম্বর‌টি বর্তমানে বন্ধ রয়েছে। তবে এ‌ বিষয়ে সেতু সং‌শ্লিষ্টরা বক্তব্য দিতে রা‌জি হননি।

এ সম্পর্কিত আরও খবর