মানিকগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তিন ছাত্রী

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-24 07:28:24

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মানিকগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে তিন ছাত্রী। স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তাদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও্ পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুন) জেলার হরিরামপুর উপজেলায় দুই ছাত্রী ও বৃহস্পতিবার সদর উপজেলায় এক জনের বাল্যবিয়ে বন্ধ করে স্থানীয় প্রশাসন। তিনটি বিয়ের দুটির প্রস্তুতি চলছিল উপজেলার কালই গ্রামে।

ঐ গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর (১৩) সঙ্গে একই উপজেলার মালুচি গ্রামের নূর আলীর ছেলে হাবিবুর রহমানের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস মেহেদী ঐ বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।

এদিকে শুক্রবার দুপুরে হরিরামপুরের কালই গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রীর (১৭) সঙ্গে উপজেলার ধূসরিয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে দুপুরে পুলিশ কনের বাড়ি থেকে উভয় পক্ষের লোকজনকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ইলিয়াস মেহেদী কনের বাবা আবু হানিফ ও বর দেলোয়ারকে সাত দিন করে কারাদণ্ডাদেশ দেন।

ইউএনও ইলিয়াস মেহেদী বলেন, ষষ্ঠ শ্রেণীর ঐ ছাত্রীর (কনে) বাড়িতে বরপক্ষের কাউকে পাওয়া যায়নি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে (ইউনুস আলী) তিন হাজার টাকা জরিমানা করা হয়।’

এছাড়া বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের গিলন্ড গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঐ ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরকার বলেন, ‘স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেনকে ঐ বাড়িতে পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়।’

এ সম্পর্কিত আরও খবর