পাটুরিয়া লঞ্চঘাটে মানুষের চাপ

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, মানিকগঞ্জ | 2023-08-27 06:02:29

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর কর্মমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায়। এসব যাত্রীদের জন্য ঘাট এলাকায় অপেক্ষমাণ রয়েছে পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী বাস। কাজেই ভোগান্তি ছাড়াই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার গন্তব্যে অনায়াসে ছুটে যাচ্ছে কর্মমুখী এসব মানুষ।

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ফেরি করেও নৌরুট পারাপারের সুযোগ রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে লঞ্চে করেই পদ্মা পারাপারে আগ্রহ বেশি যাত্রীদের। যে কারণে অনেকটা খালি অবস্থায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ছুটে যাচ্ছে লঞ্চগুলো। তবে পর্যাপ্ত লঞ্চ থাকায় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুত লঞ্চঘাট কর্তৃপক্ষ।

পাটুরিয়া লঞ্চঘাট শাখা সুপার ভাইজার পান্না লাল নন্দী বার্তা২৪.কমকে জানান, ভোর থেকেই কর্মমুখী মানুষের চাপ রয়েছে পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাট এলাকায়। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে মোট ৩৪টি লঞ্চ রয়েছে। যাত্রীর চাপ বেশি থাকার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২৪টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলো রয়েছে আরিচা কাজিরহাট নৌরুটে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চঘাট কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

অপরদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপ এখনও পুরোপুরিভাবে পড়েনি বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান। তবে বাড়তি ফেরি থাকায় নৌরুট পারাপারে যানবাহন চালক ও যাত্রীদের তেমন ভোগান্তির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান জানান, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার প্রায় ৩৬ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাটে কর্মমুখী মানুষের বাড়তি চাপ থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী বাস অপেক্ষমাণ রয়েছে। যে কারণে যাত্রী দুর্ভোগের কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর