কুয়াকাটা-ঢাকা মহাসড়কের প্রধান ভোগান্তি এখন পটুয়াখালী অংশের লেবুখালী ফেরিঘাটে। লেবুখালী ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় এই সড়কের দু'পাশে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
শনিবার (৮ জুন) দুপুরে লেবুখালী ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী মর্জিনা আক্তার রুমা বলেন, ‘এক ঘণ্টারও বেশি সময় যাবৎ লেবুখালী ফেরিঘাটে আমরা অপেক্ষা করছি। মহাসড়কের অন্য কোনো অংশে ভোগান্তি ছিল না। তবে লেবুখালী ফেরিঘাট পার হতে এখন ভোগান্তি পোহাতে হচ্ছে।’
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস জানান, লেবুখালী ফেরিঘাটে দুই পাড়ে মোট তিনটি ফেরিঘাট এবং চারটি ফেরি সচল রয়েছে। তবে ফেরিঘাটে যাতায়াতের পথটি ভালো না থাকায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করায় যানজটের সৃষ্টি হচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ফেরিঘাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে লেবুখালী ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ভোগান্তি কমাতে পুলিশ সদস্যরা কাজ করছে।