আটকে থাকা প্যাঁচা উদ্ধার করল ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-07-10 18:53:52

দুইদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি মিডিয়া হাউজে আটকে থাকা বিরল প্রজাতির প্যাঁচাটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ জুন) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড়ে অবস্থিত আমিন কমপ্লেক্সের ৫ম তলায় অবস্থিত এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো অফিসের টয়লেটের ফলস ছাদ থেকে প্যাঁচাটিকে উদ্ধার করা হয়। পরে এটিকে অবমুক্ত করা হয়।

জানা গেছে, গত দুই দিন আগে ওই অফিসের টয়লেটের ফলস ছাদের ভেতরে একটি বিরল প্রজাতির বড় প্যাঁচা দেখতে পাওয়া যায়। তবে কোনোভাবেই এটিকে অফিসের বাহিরে বের করা যাচ্ছিল না। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি দল এসে শনিবার দুপুরে এটিকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফারুকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিরল প্রজাতির প্যাঁচাটির বয়স আনুমানিক ৫০ বছর হবে। এত বড় প্যাঁচা সচরাচর দেখা মিলে না। তবে এটিকে উদ্ধার করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে।’

এ সম্পর্কিত আরও খবর