সাতক্ষীরার কলারোয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা পূর্বপাড়া মাঠে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামের শতশত মানুষ এ দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
কাকডাঙ্গা তরুণ সংঘের উদ্যেগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি ঘোড়া। প্রতিযোগিতাটি মোট পাঁচটি রাউন্ডে শেষ হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোলাম বারীর ঘোড়া (ময়না), দ্বিতীয় হয়েছে তরিকুলের ঘোড়া (বেজি) এবং তৃতীয় পবনের ঘোড়া ও চতুর্থ হয়েছে সোনার ময়না ঘোড়া।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৬ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ২হাজার টাকা দেওয়া হয়।
সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন পরিচালনায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্টো লাল গাইন প্রমুখ।