সাতক্ষীরায় হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম মুকুল হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার হযরত আলী ওরফে টেনু মোল্যার ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন তার পরিচয় নিশ্চিত করে বলেন, মুকুলের নামে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী তাকে চোর মুকুল বলে শনাক্ত করেছেন।
সোমবার (১০ জুন) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুরের বাইপাস সড়কের মেহের আলীর ইটভাটার সামনে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসি।
এদিন সকালে স্থানীয় মেহের আলীর নির্মাণাধীন ভাটার সামনে অজ্ঞাত এক যুবকের উপুড় হয়ে পড়ে থাকা মরদেহ দেখতে পান এলাকাবাসী। নিহতের মুখ ও মাথা গামছা দিয়ে বাঁধা এবং মুখে টেপ মারা ছিল। তার হাত দুটিও বাঁধা ছিল। মরদেহটি উপুড় করে ফেলে রেখে পিঠের উপর দুটি শক্ত মাটির ঢিল দিয়ে চাপা দেওয়া ছিল।