মানিকগঞ্জে বাড়তি ভাড়া নেওয়ায় ১৩ পরিবহনকে জরিমানা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-24 23:54:21

ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার দায়ে ১৩ পরিবহন মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও আশেপাশের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব বাস মালিকদের মোট ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। বার্তা২৪.কমকে তিনি বলেন, ঈদ শেষে রাজধানীমুখী কর্মমুখী মানুষের চাপ রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। এই সুযোগে কিছু পরিবহন মালিক ও চালকেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এর সত্যতা পাওয়া যায়। যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে নীলাচল, শুভযাত্রা, যাত্রীসেবা, শান্তি ও ধামরাই গুলিস্থানসহ মোট ১৩টি পরিবহন মালিক/চালককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাড়তি ভাড়ার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর