বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীর সঙ্গে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত নেই। এমনকি জামায়াতের ভোটাররাও আগামী ২৪ জুন ভোট দেয়া থেকে বিরত থাকবে বলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুধু জামায়াত নয়, ২০ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতাকর্মীদেরকেও ধানের শীষের প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না।
জামায়াতের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারাদেশে জামায়াত ইসলামী জাতীয় এবং স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। এরপর বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে জামায়াত কোনো প্রার্থী দেয়নি। বিচ্ছিন্নভাবে জামায়াতের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। শুধু নির্বাচন বর্জন না, জামায়াতের কর্মী-সমর্থক ও ভোটাররা কেউ ভোটকেন্দ্রে যায়নি বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া জেলা জামায়াতের দায়িত্বশীল এক নেতা বার্তা২৪.কমকে জানান, বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনেও জামায়াতের কেউ ভোট দিতে যাবে না। জামায়াত বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠেও কাজ করছে না।
তিনি আরও জানান, নির্বাচনী বৈঠকে বিএনপির পক্ষ থেকে জামায়াত নেতাদের ডাকা হয়েছিল। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের কেউ সেই বৈঠকে অংশগ্রহণ করেনি।
তবে বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বার্তা২৪.কমকে জানান, জামায়াত তাদের সঙ্গে রয়েছে। নেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। ২-১ দিনের মধ্যেই তারা নির্বাচনী মাঠে নামবেন।